TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কেয়ার সিস্টেম ছাড়াদের জন্য বড় সহায়তা প্যাকেজ আনলো ব্রিটিশ সরকার

ইংল্যান্ডে কেয়ার সিস্টেম থেকে বের হয়ে আসা তরুণদের জন্য একগুচ্ছ নতুন সহায়তা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেয়ার লিভাররা তাদের ২৫তম জন্মদিন পর্যন্ত বিনামূল্যে প্রেসক্রিপশন, ডেন্টাল চিকিৎসা এবং চোখের পরীক্ষা ও চিকিৎসা সেবা পাবেন।

 

স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে এনএইচএসে কেয়ার লিভারদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর একটি পাইলট প্রকল্প শুরু করা হবে। পাশাপাশি, এনএইচএসের চাকরির ক্ষেত্রে তাদের জন্য গ্যারান্টিড ইন্টারভিউ স্কিম চালু করা হচ্ছে, যাতে তারা চাকরির আবেদনে সমান সুযোগ পায়।

সরকার আরও জানিয়েছে, কেয়ার সিস্টেমে থাকা শিশুদের মানসিক স্বাস্থ্য সহায়তা জোরদার করতে আলাদা একটি তিন বছর মেয়াদি পাইলট প্রকল্প চালু করা হবে। এর মাধ্যমে শিশু ও তরুণদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবায় দ্রুত ও কার্যকরভাবে যুক্ত করা হবে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইংল্যান্ডে ১৭ থেকে ২১ বছর বয়সী কেয়ার লিভারের সংখ্যা ছিল প্রায় ৫৩ হাজার এবং ২২ থেকে ২৫ বছর বয়সী কেয়ার লিভারের সংখ্যা ছিল প্রায় ৪৪ হাজার। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য ও সামাজিক সেবা সচিব ওয়েস স্ট্রিটিং বলেন, কেয়ার সিস্টেমে বেড়ে ওঠা তরুণরা জীবনের শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় এবং এর প্রভাব তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে গভীরভাবে পড়ে।

নতুন এই পদক্ষেপগুলো তাদের স্বাস্থ্য বৈষম্য কমাতে এবং একটি স্থিতিশীল জীবন গড়তে সহায়তা করবে।
নতুন সুরক্ষা ব্যবস্থার আওতায়, কোনো তরুণ কেয়ার সিস্টেমে রয়েছে কি না—সে তথ্য স্বয়ংক্রিয়ভাবে জিপিদের জানানো হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য দ্রুত আদান-প্রদানের জন্য নতুন নিয়ম চালু করা হবে।

শিশু, পরিবার ও কল্যাণবিষয়ক মন্ত্রী জশ ম্যাকঅ্যালিস্টার বলেন, কেয়ার সিস্টেমে বড় হওয়া শিশুদের যে সামাজিক বৈষম্যের মুখোমুখি হতে হয়, তা একটি বড় অবিচার। সরকারের এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পরিবর্তন আনবে এবং ২০২২ সালে প্রকাশিত শিশু সামাজিক সেবা বিষয়ক স্বাধীন পর্যালোচনার সুপারিশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্যারান্টিড ইন্টারভিউ স্কিমের আওতায় চাকরির আবেদনপত্রে প্রার্থীরা নিজেকে কেয়ার লিভার হিসেবে উল্লেখ করতে পারবেন। নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করলে, অন্যান্য শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সঙ্গে তাদেরও ইন্টারভিউতে ডাকা হবে।

গবেষণায় দেখা গেছে, শৈশবে কেয়ার সিস্টেমে থাকা ব্যক্তিদের অকাল মৃত্যুর ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার কেয়ার লিভারদের জন্য স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করার পথে এগোচ্ছে।

আসন্ন ‘চিলড্রেনস ওয়েলবিয়িং অ্যান্ড স্কুলস বিল’-এর মাধ্যমে কেয়ার সিস্টেমে থাকা শিশু ও কেয়ার লিভারদের চাহিদা ও চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া সরকারি সংস্থা ও কর্তৃপক্ষের জন্য আইনি বাধ্যবাধকতা তৈরি করা হবে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে কেয়ার লিভারদের আবাসন ও প্রাপ্তবয়স্ক জীবনে রূপান্তরকালীন সহায়তার পরিকল্পনা প্রকাশ করতে হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ILR সময় ১০ বছরে বাড়ানোর প্রস্তাব নিয়ে ক্ষোভ, বর্তমান ভিসাধারীদের মধ্যে আতঙ্ক

বেপরোয়া গাড়ি চালানোয় মৃত্যু, ব্রিটিশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক

রাজা চার্লসের পর কেট মিডলটনেরও ক্যানসার ধরা পড়ল