8.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
Uncategorized

কোরবানির চামড়া নিয়ে বহুমুখী দুর্ভোগ সিলেটে



কোরবানির ঈদ এলেই জমে ওঠে পশুর চামড়া ব্যবসা। ব্যবসায়ীরাও অপেক্ষায় থাকেন এই সময়টার জন্য। তবে এবার সিলেটের চিত্র ভিন্ন। সিলেটে চামড়া ব্যবসার দুর্দিন চলছে। পুঁজি সঙ্কটে ভূগছেন চামড়া ব্যবসায়ীরা। ফলে এবার তারা চামড়া কিনতে আগ্রহী নয়।

দীর্ঘদিন থেকে ঢাকার একাধিক আড়তে সিলেটের চামড়া ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আটকে থাকায় এই পুঁজি সঙ্কট দেখা দিয়েছে বলে জানা গেছে। ফলে বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা।

২০১৫ সাল থেকে সিলেটের চামড়া ব্যবসায়ীদের টাকা নিয়মিতভাবে পরিশোধ করছে না ঢাকার ট্যানারি প্রতিষ্ঠানগুলো। গত বছরও চামড়া ব্যবসা করে লোকসান হয়েছে বলে জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ব্যবসা করলেও এখন তারা দেউলিয়া হয়ে পথে নেমেছেন।

source

আরো পড়ুন

TV3 Training & Life skill ll 24 September 2020

USA: Protests, unrest, and disorder update from NY l বিক্ষোভে উত্তাল আমেরিকা

তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

অনলাইন ডেস্ক