17.7 C
London
August 28, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

কোথায় গাউসুল আলম শাওন? আওয়ামী আমলের আলোচিত মিডিয়া গডফাদার নিখোঁজ

আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত মিডিয়া গডফাদার হিসেবে পরিচিত ছিলেন গাউসুল আলম শাওন। কোক স্টুডিও বাংলার পরিবেশক ও নির্মাতা শাওন দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে তার বর্তমান অবস্থান নিয়ে রহস্য। জুলকারনাইন সায়েরের একটি পোস্টে অনেকে মন্তব্য করেন, সাবেক পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন নাকি জানেন শাওন কোথায় আছেন। আরেকজন জানান, ঢাকার নিকুঞ্জ এলাকায় মাঝে মাঝে তাকে দেখা যায়।

শাওনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। মিডিয়া অঙ্গনে প্রভাব খাটিয়ে পুরস্কার ভাগাভাগি ও চুরি, প্রযোজক–পরিচালকদের সঙ্গে প্রতারণা, এবং নানা অঘটনের সঙ্গে তার নাম জড়িয়েছে বারবার। বিশেষ করে নারী লোভী মন্ত্রী ও এমপিদের কাছে নারী সরবরাহের মতো ভয়ঙ্কর অভিযোগ তাকে ঘিরে উঠে এসেছে।

এইসব অভিযোগ সত্ত্বেও শাওনের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—যে ব্যক্তি দীর্ঘদিন মিডিয়াতে ক্ষমতার দাপট দেখিয়েছে, তিনি কেন এখনো গ্রেফতার হলেন না।

বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে তার অতীত কর্মকাণ্ড ও বিতর্কিত কর্মকৌশল নিয়ে আলোচনার ঝড় এখনো থামেনি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ফেসবুকে হরতাল ডেকে মাঠে নেই আওয়ামী লীগ!

জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি

নিউজ ডেস্ক