5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

কোথায় গেলেন পিটার হাস, তা নিয়ে রহস্য

১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনকে প্রশ্ন করেন পিটার হাসকে নিয়ে। উত্তরের তিনি জানান, পিটার হাস কোথায় গেছেন তা আপনারা মার্কিন দূতাবাসে গিয়ে জানতে পারেন। তবে বিষয়টি সরকার জানে। কিন্তু এ তথ্য কোথাও প্রকাশ করা হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।’

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১৬ নভেম্বর দুপুরে পূর্ব নির্ধারিত ছুটিতে শ্রীলঙ্কার কলম্বোয় গেছেন বলে জানা গেছে। তবে, আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতাবাস এ ব্যাপারে কিছু জানায়নি।

এম.কে
১৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

শাফিন আহমেদের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোক

নিউজ ডেস্ক

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের নামে মামলা

সীমান্ত থেকে দেশের ভেতরে ১০ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ