সাতই অক্টোবর শনিবার বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ধর্মশালায়, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১০ই অক্টোবর মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ১৪ই অক্টোবর। শনিবার মাঠে গড়াবে এই ম্যাচটি।
বিশ্বকাপের মঞ্চে ভারত ও বাংলাদেশের ম্যাচ সবসময়ই বেশ আলোচনার জন্ম দেয় এবং দুই দলের শক্তিমত্তায় বেশ তফাৎ থাকার পরেও জমে ওঠে এই লড়াই।
এবারের বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার বড় ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে ১৯শে অক্টোবর, পুনের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৪শে অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ।
২৮শে অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও নেদারল্যান্ডস টিম মুখোমুখি হবে।
কলকাতার ইডেন গার্ডেন্সেই বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচটি হবে ৩১শে অক্টোবর মঙ্গলবার।
৬ই নভেম্বর, ভারতের দিল্লিতে শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হবে বাংলাদেশ।
আর ১১ই নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
এম.কে
০৭ অক্টোবর ২০২৩