13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ক্রিকেট বোর্ডের নির্বাচক পদ থেকে রাজ্জাকের পদত্যাগ, করবেন বিসিবি নির্বাচন

গত চার বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক আজ (২৭ সেপ্টেম্বর) সেই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। একই দিনে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়ন পাওয়া রাজ্জাক, ক্যাটাগরি ‘এ’ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এই ক্যাটাগরিতে নরসিংদী জেলা থেকে কোনো কাউন্সিলর না থাকায় মোট ভোটার সংখ্যা ৭০ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়, যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। দুপুর দুইটা পর্যন্ত পরিচালক পদে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ক্যাটাগরি ‘বি’ (ক্লাব পর্যায়) থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম ফর্ম সংগ্রহ করেন। অন্যদিকে ক্যাটাগরি ‘সি’ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ফর্ম তুলেছেন। এই ক্যাটাগরি থেকে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও ফর্ম সংগ্রহ করেছেন।

এছাড়া ক্যাটাগরি ‘এ’ থেকে খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে ফর্ম তুলেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান, এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নিয়েছেন রাহাত শামস।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরি ‘এ’-তে ৭০ জন কাউন্সিলরের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি ‘বি’-তে ক্লাব পর্যায়ের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি ‘সি’-তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন।

এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক মনোনীত হবেন। প্রাথমিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য দুই দিন সময় নির্ধারিত থাকলেও, ভোটার তালিকা চূড়ান্ত করতে দেরি হওয়ায় শুধু ২৭ সেপ্টেম্বরই ফর্ম সংগ্রহের সময় ধার্য করা হয়েছে।

সূত্রঃ চ্যানেল ২৪

এম.কে
২৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

জুলাই ঘোষণাপত্রঃ ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না, সিদ্ধান্ত আগামী সপ্তাহে

চন্দন হতে গেরুয়া সন্ত্রাসী চিন্ময় হবার গল্প

বালু দিয়ে ঢেকে রাজধানীর ডেমরায় আনা হয়েছে ভোলাগঞ্জের ‘লুট করা সাদাপাথর’