6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি, লন্ডনে একজন হারালেন প্রায় ৩ কোটি টাকা

ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির শিকার হয়ে বৃটেনের একটি বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার হারিয়েছেন সারা জীবনের সঞ্চয়। সাইবার অপরাধীদের শিকারে পরিণত হয়ে তিনি হারিয়েছেন প্রায় ৩ কোটি টাকা। তাকে ম্যাথিউ থমাস ছদ্মনামে প্রকাশ করেছে যুক্তরাজ্য সংবাদমাধ্যম।

এতে বলা হয়েছে, তিনি একজন সিনিয়র ম্যানেজার হওয়া সত্ত্বেও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে অপরাধীদের শিকারে পরিণত হয়েছেন। ঘটনার শুরু জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ক্রিপ্টো বাণিজ্যবিষয়ক অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার এক বন্ধু। দুর্দশার শুরু সেখান থেকেই। জুলাইয়ে এসে দেখা যায় তিনি ৩ লাখ পাউন্ড হারিয়েছেন। এটা তার মর্টগেজ এবং বিশ হাজার পাউন্ড ওয়ার্ক লোনের বিপরীতে ঋণ করা অর্থের একটি অংশ।

স্ক্যামার বা সাইবার অপরাধীরা আস্তে আস্তে তাদের কৌশল দ্রুত করতে থাকে। তারা ম্যাথিউ থমাসকে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় যুক্ত হতে প্রলুব্ধ করে। প্রথমদিকে তিনি এ ব্যবসায় ভালো লাভ পান।

এরমধ্য দিয়ে তাকে এই ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ যুক্ত করতে তারা উদ্বুদ্ধ করে। এমনকি তারা তাকে এয়ারড্রোপ ইভেন্টেও যুক্ত করে। কিন্তু আস্তে আস্তে লোকসানের মুখে পড়েন তিনি। তিনি কাস্টমার সার্ভিসে অভিযোগ দিয়েও কোনো ফল পাননি।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এফবিআই, বৃটেনে ন্যাশনাল ক্রাইম এজেন্সিসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের কাছে এই চুরি নিয়ে রিপোর্ট করেছেন। উপরন্তু তিনি বৃটেনের ফিন্যান্সিয়াল ওমবুডসম্যান সার্ভিসেও নিয়ে যান এই ঘটনা। তিনি বলেন, আমি চরম হতাশা, অবসন্নতার মধ্য দিয়ে সময় পার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।

এখন তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার আগে জনগণকে চরম মাত্রায় সতর্ক ও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়েছেন। বলেছেন, কখনো ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার আগে আপনাকে অনেক বিষয়ে অভিজ্ঞ হতে হবে। বিষয়টা এমন, আপনি যদি কাউকে আপনার ব্যাংক একাউন্ট সম্পর্কে বিস্তারিত বলেন, তাহলে এর অর্থ হলো তাকে এটা বলে দেয়া যে- যাও এখন আমার ব্যাংক একাউন্ট থেকে তোমার ইচ্ছেমতো অর্থ তুলে নাও।

এম.কে
১১ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সব ধরনের সম্পর্ক তৈরি নিষিদ্ধ

দূরবর্তী অঞ্চলের জন্য ড্রোন বহর ব্যবহার করবে রয়্যাল মেইল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে গত তিন রমজানে এই প্রথম মসজিদে নির্বিঘ্নে জমায়েত