11.3 C
London
November 25, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

খালেদা জিয়াকে ওমরাহর জন্য আমন্ত্রণ জানালেন সৌদি রাষ্ট্রদূত

গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে সাক্ষাত করেন সৌদি রাষ্ট্রদূত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত তাকে এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় এক ঘন্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয়ক, উনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। কবে নাগাদ যাবেন, সেটাও। আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, উনি (রাষ্ট্রদূত) ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সৌদি যুবরাজের পক্ষে থেকে উনাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডামও সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

এম.কে
২৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

আওয়ামীলীগ জোট সরকারের সহযোগী হাসানুল হক ইনু আটক

অনেকের জীবনের হুমকি আছে, আমরা তাদের আশ্রয় দিয়েছিঃসেনাপ্রধান

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্ত