12.8 C
London
May 19, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

খোলা স্থানে অনুষ্ঠিত হবে এডিনবার্গের আন্তর্জাতিক উৎসব-২০২১

এডিনবার্গ স্কটল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এবং যুক্তরাজ্যের সপ্তম বৃহত্তম জনবহুল শহর। এডিনবার্গ ইন্টারন্যাশনাল ফেস্টিভাল এবং ফ্রিংয়ের জন্য শহরটি বিখ্যাত, পরে এটি বিশ্বের বৃহত্তম বার্ষিক আন্তর্জাতিক আর্টস উৎসবে পরিণত হয়।

 

এবছর এডিনবার্গ আন্তর্জাতিক উত্সব বিশাল আউটডোর ইভেন্টের মাধ্যমে হতে যাচ্ছে। এই বছরের উত্সবটিতে অনুষ্ঠানগুলো কোনো বিরতি ছাড়াই সংক্ষিপ্ত আকারে হবে। ৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে এই উত্সব।

 

লাইভ পারফরম্যান্সের জন্য ডিজাইন করা তিনটি অস্থায়ী কাঠামো এডিনবার্গ পার্ক এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কলেজ কোয়াডে তৈরি হবে। জুন মাসের ২ তারিখে অনুষ্ঠান কর্মসূচি ঘোষিত হবে।

 

এই উত্সবটি গত বছর লকডাউন বিধিনিষেধের সময় ডিজিটাল প্লাটফরমে হয়েছিলো।

 

এডিনবার্গ কাউন্সিলের কর্মকর্তারা বলছেন, শ্রোতাদের আবার লাইভ পারফর্মেন্স উপভোগ করা চমত্কার হবে।

 

স্কটল্যান্ডের ক্রিয়েটিভ চিফ এক্সিকিউটিভ আয়েন মুনরো বলেন, দেশের শিল্প সাহিত্য এবং সৃজনশীল ক্ষেত্রটি কোভিড মহামারির কারণে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর প্রভাব এখনো অব্যাহত রয়েছে। তার পরেও আমরা ঘুরে দাঁড়ানো শুরু করেছি।

 

সূত্র: বিবিসি
১৩ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

এবছর ইউটিউবে সর্বোচ্চ উপার্জনকারী ৯ বছরের রায়ান

নিউজ ডেস্ক

নতুন সাবক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক

বিনামূল্যে কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক