TV3 BANGLA
বাংলাদেশ

গণিতের নতুন সূত্র ‘আবিষ্কার’ জবির সাবেক শিক্ষার্থীর

গণিতের নতুন একটি সূত্র আবিষ্কারের দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী মো. আমিনুর রহমান। তিনি দাবি করেন, নিজের গবেষণায় প্রাপ্ত এ সূত্র দিয়ে ‘Interval Table Method’ নামে একটি নতুন টেকনিক বের করা হয়েছে, যা দিয়ে পাওয়ার-সাম (power sum) বের করার একটি সম্পূর্ণ নতুন উপায় পাওয়া গেছে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা।

সুইজারল্যানডের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান CERN পরিচালিত Zenodo-তে তিনি তার গবেষণালব্ধ সূত্রটি প্রকাশ করেন। Zenodo হলো ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় Open Research Repository।

বুধবার (১০ সেপ্টেম্বর) সূত্রের চূড়ান্ত পেপারটি প্রকাশিত হয় এবং সূত্রটি তার নামে লাইসেন্স হয়। তিনি চেষ্টা করছেন সূত্রটি আরও বড় জার্নালে প্রকাশ করার।

নিজের আবিষ্কার সম্পর্কে আমিনুর রহমান বলেন, আমি Power Sum অর্থাৎ 1^p + 2^p + 3^p • • • + n^p নির্ণয়ের জন্য একটি সরাসরি সূত্র আবিষ্কার করেছি। আগে এই ধরনের সমস্যার সমাধানে Bernoulli সংখ্যা ও Stirling সংখ্যা ব্যবহার করতে হতো, যা ছিল অত্যন্ত জটিল। আমার পদ্ধতিতে সেই জটিলতা নেই – শুধু p = 1, 2, 3, 4, 5, . . . ইত্যাদি বসালেই সহজে ফলাফল পাওয়া যায়। এটি Faulhaber-এর সূত্রের মতোই সঠিক ফলাফল দেয়, তবে শেখা ও ব্যবহার অনেক বেশি সহজ।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমি অত্যন্ত গবেষণামনস্ক ছিলাম। স্কুলের পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণায় ব্যস্ত থাকতাম। ২০১৪ সালের শেষের দিকে এই সূত্রটি বের করি। মূলত ২০০৯ সালের আবিষ্কার করা একটি সূত্রের পরিপূর্ণতার জন্য আমি অনেক দিন ধরে এই সূত্রটি বের করার চেষ্টা করছিলাম। অবশেষে ২০১৪ সালের শেষের দিকে এসে সেই চেষ্টা সফল হয়।

বর্তমানে তিনি তার নিজস্ব প্ল্যাটফর্ম Our Math School-এ GRE Math পড়াচ্ছেন এবং বিদেশে PhD করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে তার বিজ্ঞানের বড় বড় বিষয় নিয়ে গবেষণা করা, বড় প্রতিষ্ঠান তৈরি করা এবং দেশের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত আটক

অর্থ পাচার খুঁজতে যুক্তরাজ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মিসবাহ উদ্দিন সিরাজের অ’প’হরণের তথ্য লুকাতে গৃহবধূকে ধ’র্ষ’ণ