10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজা দখলের প্রস্তাব হাস্যকর উত্তর কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবকে ‘হাস্যকর’ অভিহিত করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বুধবার এক মন্তব্য প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ওই মন্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়েছে, নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচে ছিল, তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে।

কেসিএনএর ওই মন্তব্য প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন যব সেদ্ধ করার পাত্রের মতো ফুটছে। ’ ট্রাম্প প্রশাসন পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের যে আহ্বান জানিয়েছে তা নিয়েও কেসিএনএর ওই মন্তব্য প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে। ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার জন্য ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের উচিত তাদের কালানুক্রমিক বিভ্রান্তি থেকে জেগে ওঠা এবং অবিলম্বে অন্য দেশ ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বন্ধ করা।’

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলেও অভিহিত করা হয়েছে।

উত্তর কোরিয়া প্রায়ই আন্তর্জাতিক বিষয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কথা বলে থাকে। তারা গাজা পরিস্থিতি নিয়ে সোচ্চার। গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে উত্তর কোরিয়া। আর এ কাজে যুক্তরাষ্ট্র সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের।

সূত্রঃ কেসিএনএ

এম.কে
১৩ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনকঃ আর্চ বিশপ

গাজায় প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ট্রাম্পের শপথের আগে, বিদেশি শিক্ষার্থীদের দ্রুত, ফিরে আসার আহ্বান