TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মুসলিমদের ঈদ পার্টি বয়কট

গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতি অব্যাহত সমর্থন দেয়ায় ব্রিটিশ সরকারের ঈদ পার্টি মোটা দাগে বয়কট করেছ ব্রিটেনের মুসলিমরা। আর বয়কটের মুখে এবারই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রীও পার্টিতে উপস্থিত ছিলেন না।

ঈদের পর মুসলিমদের জন্য প্রতি বছরই ডাউনিং স্ট্রিট ঈদ পার্টির আয়োজন করে থাকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মুসলিমদেরকে স্বাগত জানান। কিন্তু এবার প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, হাউজ অব কমন্সে ইরান প্রশ্নে একটি বিবৃতি প্রস্তুত করতে তাকে ব্যস্ত থাকতে হবে। এ কারণে তিনি এই পার্টিতে উপস্থিত থাকতে পারছেন না। তার বদলে ব্রিটিশ উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মিচেল মুসলিমদেরকে স্বাগত জানান।

সাধারণভাবে এ ধরনের পার্টিতে যত লোক উপস্থিত হয়, সোমবার তার প্রায় অর্ধেক উপস্থিত ছিলেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এতে উপস্থিত থাকার জন্য প্রকাশ্যে অনুরোধ করলেও তাতে সাড়া মেলেনি।

আবার যারা উপস্থিত হয়েছিলেন, তাদের অনেকে ফিলিস্তিনি পতাকার ছোট ব্যাজ পরেছিলেন। কেউ কেউ আবার ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরেছিলেন।

রক্ষণশীল নেতা ব্যারোনেস ওয়ার্সিসহ গুরুত্বপূর্ণ কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য ওয়ার্সি হলেন ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম নারী মুসলিম মন্ত্রী। তিনি গাজার লোকজনের দুঃখ-দুর্দশার প্রতি প্রকাশ্যে সহানুভূতি প্রকাশ করে থাকেন।

উপস্থিত ব্যক্তিরা জানান, অনুষ্ঠানে তারা কোনো এমপিকে দেখেননি। তবে এমপি প্রার্থীদের কেউ কেউ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে বার্ষিক ইফতার মাহফিলও বয়কট করেছিল মুসলিমরা। সেখানেও ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করেছিল মুসলিমরা।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৬ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

নির্মম নার্স, ইংল্যান্ডে ৭ নবজাতককে হত্যা

বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর

ইসরায়েলের তেলআবিবের মোসাদ সদর দপ্তরে হামলা