13.3 C
London
July 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

গাজাবাসীর জন্য বিশেষ ভিসা চালুর আহ্বান ব্রিটিশ এমপিদের

গাজাবাসীদের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ভিসা চালুর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্যরা। ইউক্রেনের মতো গাজাবাসীদেরও পরিবারসহ যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার সুযোগ দিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (৩০ জুন) স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ পার্লামেন্টের ৬৭ জন এমপি ও লর্ডস সদস্য ‘গাজা ফ্যামিলি স্কিম’ নামে একটি বিশেষ ভিসা চালুর জন্য স্টারমারের কাছে লিখিত আবেদন করেছেন। এতে বলা হয়, গাজায় যুদ্ধ পরিস্থিতি ও মানবিক বিপর্যয় চলমান থাকায় ফিলিস্তিনিদের যুক্তরাজ্যে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দেওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।

চিঠিতে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্যের চালু করা ‘ইউক্রেন ফ্যামিলি স্কিম’-এর কথা। ওই স্কিমে ইউক্রেনীয়রা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে তিন বছর পর্যন্ত বসবাস, শিক্ষা ও কাজের সুযোগ পেয়েছিল।

‘গাজা ফ্যামিলি স্কিম’ চালুর আহ্বান জানানো এই চিঠিতে সই করেছেন লেবার পার্টির ৩৫ জন এমপি ও লর্ডস সদস্য, গ্রিন পার্টির চার এমপি, লিবারেল ডেমোক্র্যাটদের দুই এমপি, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং উত্তর আয়ারল্যান্ডের কয়েকজন এমপি। সাবেক লেবার নেতা জেরেমি করবিন ও জন ম্যাকডনেলও সই করেছেন। কনজারভেটিভ পার্টি থেকে একমাত্র সই করেছেন ব্যারোনেস হেলিক।

চিঠিতে দাবি করা হয়, গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

চিঠির অন্যতম উদ্যোক্তা লেবার এমপি মার্শা ডে করডোভা স্কাই নিউজকে বলেন, “ইউক্রেনের মতো গাজাবাসীর জন্যও পারিবারিক ভিসা চালু করা উচিত। এটি সরকারের মানবিক দায়িত্ব পালনের একটি বড় উদাহরণ হবে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গাজায় ভিসা আবেদন কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় অনেকেই মিশরে আটকে আছেন। তাদের শিক্ষা, চিকিৎসা বা নিরাপদ আশ্রয়ের সুযোগও নেই।

ব্রিটিশ এমপিদের দাবি, এই পরিস্থিতিতে গাজাবাসীদের জন্য বিশেষ ভিসা চালু করা মানবিক বিবেচনায় অত্যন্ত জরুরি।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
০২ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘটনা নিয়ে কাজ করা দাতব্য সংস্থা টেল মামা বন্ধের মুখে

অভিবাসন ঠেকাতে টিকটক ইনফ্লুয়েন্সারদের অর্থ দেবে ব্রিটিশ সরকার

যুক্তরাজ্যে পাচারকারী গ্যাং সদস্যদের ছয় বছরের সাজা