কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর প্রত্যয়ে অষ্টমবারের মতো শুরু হলো ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ উৎসব।
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০জন শিল্পী সর্ববৃহৎ আল্পনা উৎসব আল্পনায় বৈশাখ ১৪৩১ শুরু করেছেন।
বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে এবার অষ্টমবারের মতো আয়োজিত হচ্ছে আল্পনায় বৈশাখ ১৪৩১ উৎসব। এই সড়কের আল্পনা আঁকার পর বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে নথিভুক্ত করার উদ্যোগ নেবেন আয়োজকরা বলে খবরে জানা যায়।
এম.কে
১২ এপ্রিল ২০২৪