27.9 C
London
August 12, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের এক সদস্য আরেক সদস্যকে গুলি করেছে। নিহত পুলিশ সদস্যের লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবরে জানা যায়।

শনিবার ৯ জুন দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এখনো অভিযুক্ত পুলিশ সদস্য বন্দুক তাক করে রেখেছে বলে জানা গেছে।

তবে কেন বা কী কারণে এমন ঘটনার সৃষ্টি– এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশের এলোপাথাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরো বলেন, ‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় তার সামনে যেতে পারছেন না অন্য পুলিশ সদস্যরা।’

এ ঘটনার পর পর পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। হ্যান্ডমাইকের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যকে আত্মসমর্পণ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সূত্রঃ বাসস

এম.কে
০৯ জুন ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ হতে জার্মানিতে পোশাক রপ্তানি কমল ১৫ শতাংশ

সরকার আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায়

দেশে ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডাদেশ

অনলাইন ডেস্ক