10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

গৃহকর্মী শোষণঃ প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রীর সাড়ে চার বছরের কারাদণ্ড

সুইজারল্যান্ডের একটি আদালত ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজার চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। জেনেভায় অবস্থিত নিজেদের একটি প্রাসাদে ভারতীয় কর্মচারীদের শোষণ করার অপরাধে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার জেনেভার একটি আদালত এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে হিন্দুজা পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে জেনেভার ওই আদালতে বিভিন্ন অভিযোগে মামলা চলছিল। এসবের মধ্যে তাদের মানব পাচারের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে হিন্দুজা পরিবারের দুই সদস্য প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রী কমল হিন্দুজাকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের পুত্র অজয় ও পুত্রবধূ নম্রতাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইনজীবী নিকোলাস জেন্ডিন জানিয়েছেন, কমল হিন্দুজা মোনাকোতে হাসপাতালে ভর্তি আছেন এবং অন্য তিন আসামী হাসপাতালে রোগীর শুশ্রূষা নিয়ে ব্যস্ত রয়েছেন।

তিনি আরও জানান, হিন্দুজা পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।

শুনানি চলাকালীন, হিন্দুজা পরিবারের আরেক আইনজীবী রবার্ট অ্যাসেল দাবি করেন হিন্দুজা পরিবারের গৃহকর্মীরা যথেষ্ট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং গৃহকর্মীরা হিন্দুজা পরিবারের উপর কৃতজ্ঞ রয়েছেন।

সূত্রঃ ডয়েচেভেলে

এম.কে
২১ জুন ২০২৪

আরো পড়ুন

বিখ্যাত শেফ গর্ডন রামসে সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত

ভারত-আফ্রিকায় কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধার

মনোরঞ্জনের জন্য প্রতিবছর ২৫ জন কুমারী মেয়েকে তুলে নেন কিমঃ রিপোর্ট