10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

‘গোল্ডেন ভিসা’ সুবিধা বাতিল করল অস্ট্রেলিয়া

ধনী বিদেশীদের আগ্রহী করতে অস্ট্রেলিয়ায় চালু ‘গোল্ডেন ভিসা’ সুবিধা বাতিল হয়েছে। মূলত বিদেশী ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এ প্রকল্প চালু হয়েছিল, কিন্তু লাভজনক না হওয়ায় উল্টো পথে হাঁটল দেশটির সরকার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সমালোচকরা দীর্ঘদিন ধরে এ ভিসার বিরুদ্ধে বলে আসছিলেন। তাদের যুক্তি ছিল, এ স্কিমের মাধ্যমে বিভিন্ন দেশের দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের অবৈধ অর্থ দেশটিতে নিরাপদে নিয়ে আসছে। নতুন নীতিতে অস্ট্রেলিয়া জানাচ্ছে, এখন এ ভিসার সুযোগ পাবেন দক্ষ-কর্মীরা।

২০১২ সাল থেকে সিগনিফিকেন্ট ইনভেস্টর ভিসা (এসআইভি) প্রকল্পের সুবিধা নিয়ে আসছিলেন হাজার হাজার বিদেশী। সরকারী তথ্য অনুযায়ী, এ ভিসায় সফল আবেদনকারীদের ৮৫ শতাংশই চীন থেকে আসা। এ ভিসায় যোগ্য প্রার্থীদের ৩৩ লাখ ডলার বিনিয়োগের শর্ত ছিল।

বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্পটি সাজানো হলেও অস্ট্রেলিয়া সরকার দেখেছে এখান থেকে তারা আর্থিকভাবে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। এরপর অভিবাসন প্রক্রিয়া ঢেলে সাজানোর অংশ হিসেবে বাতিল করা হয়েছে গোল্ডেন ভিসা প্রকল্প।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৩ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

মমি হয়ে যাবে তাদের লাশ

ইতালির বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, আটশরও বেশি বৃত্তি 

আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি