TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গ্রেটার ম্যানচেস্টারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি চালকসহ চারজন নিহত

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি চালকসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

 

নিহতদের মধ্যে তিনজন কিশোর। তাদের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার। তারা সবাই গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তারা একই গাড়িতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি চালক। তার নাম মাসরব আলী। তিনি যুক্তরাজ্যের ব্ল্যাকবার্ন শহরের বাসিন্দা ছিলেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি এই দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত চারজনেরই পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট জেলায়। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত পরিস্থিতি এখনো তদন্তাধীন। এ ঘটনায় এখনো নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা যুক্তরাজ্যে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

বিশ্বের শীর্ষ ৫০ শহরের তালিকা থেকে বাদ পড়লো লন্ডন

ব্যবহারকারীর চাপে নতি স্বীকার, এআই প্রশিক্ষণে কনটেন্ট ব্যবহারের শর্ত বাদ দিলো উইট্রান্সফার