10.8 C
London
November 16, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

চট্টগ্রাম ও সিলেটে হতে পারে সৌদি ভিসা সেন্টার: রাষ্ট্রদূত

প্রয়োজনের তুলনায় ভিসা সেন্টার কম হওয়ায় সৌদি গমনেচ্ছুদের আঙুলের ছাপ দিতে বেগ পেতে হচ্ছে। অবস্থার পরিবর্তনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারের সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে সৌদি ভিসা সেন্টার স্থাপনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার যমুনা ফিউচার পার্কে অবস্থিত সৌদি ভিসা সেন্টার পরিদর্শন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বায়রা নেতাদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

জানা যায়, সৌদি গমনেচ্ছুদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আঙুলের ছাপ প্রদান প্রক্রিয়া। দৈনিক পাঁচ হাজার ভিসার অনুমোদন দিলেও, আঙ্গুলের ছাপ দিতে পারছেন প্রতিদিন মাত্র আড়াই হাজার জন। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাদপড়া কর্মীদের।

সৌদি দূতাবাস বলছে, সংকট লাঘবে ভিসা সেন্টার বাড়ানোর পাশাপাশি মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আঙুলের ছাপ নেয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।

এম.কে
১৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

নান্দনিক রূপে ফিরছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মাস্ক ব্যবহারে আমরা সাধারণত যে ভুলগুলো করি

অনলাইন ডেস্ক