TV3 BANGLA
আন্তর্জাতিক

‘চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে’—শতভাগ শুল্কের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের কড়া সতর্কবার্তা

কানাডা ও চীনের সম্ভাব্য অর্থনৈতিক সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, কানাডা যদি চীনের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের ‘ড্রপ-অফ পোর্ট’ বা মধ্যস্থতাকারী হয়ে ওঠে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। তার ভাষায়, “চীন কানাডাকে জীবন্তভাবে খেয়ে ফেলবে এবং সম্পূর্ণভাবে গ্রাস করবে।”

 

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, এ ধরনের পদক্ষেপ কানাডার ব্যবসা, সামাজিক কাঠামো এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ধ্বংসের দিকে ঠেলে দেবে।

ট্রাম্প একইসঙ্গে কড়া বাণিজ্যিক হুঁশিয়ারিও উচ্চারণ করেন। তিনি বলেন, যদি কানাডা চীনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যায়, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পোস্টের শেষে তিনি বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য পাঠকদের ধন্যবাদ জানান।

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প আরও কঠোর ভাষায় কথা বলেন। তিনি দাবি করেন, কানাডার উচিত নিজেদের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা এবং বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কানাডা টিকে থাকতে পারত না।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এসেছে দাভোসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নি প্রধান শক্তিগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত চাপ নিয়ে সতর্ক করেন, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকাকেই ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে।

কার্নির ওই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পায়। ট্রাম্পের সর্বশেষ মন্তব্য সেই বিরোধকে আরও প্রকাশ্য ও তীব্র করে তুলেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য কেবল রাজনৈতিক চাপ সৃষ্টি নয়, বরং উত্তর আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। কানাডা এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার এক স্পর্শকাতর অবস্থানে দাঁড়িয়ে রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

নিলামে বিক্রি হলো টুইটারের আইকনিক নীল পাখির লোগোটি

ফরাসি রাজনীতিতে বড় ধাক্কাঃ গাদ্দাফি অর্থকাণ্ডে জেলে যাচ্ছেন নিকোলা সারকোজি

এক্স প্রসঙ্গে ইলন মাস্কঃ আমরা ব্যর্থ হতে পারি