পাকিস্তান চীনের কাছ থেকে ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় একটি নতুন মাত্রা যোগ করবে। এই যুদ্ধবিমান চীনের অত্যাধুনিক ফাইটার জেট জে-৩৫এ, যা যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। চীনের তৈরি এই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এসে পড়লে, আকাশ প্রতিরক্ষায় ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর দাবি অনুযায়ী, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান, যা একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। চীন এমন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট রয়েছে, যার মধ্যে জে-৩৫এ একটি। যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান এবং চীনের জে-৩৫এর মধ্যে অনেক মিল রয়েছে, তবে পার্থক্য হল, জে-৩৫এ তে দুটি ইঞ্জিন রয়েছে, আর এফ-৩৫-এ রয়েছে একটি।
চীনের সঙ্গে পাকিস্তানের এই চুক্তি যদি বাস্তবায়িত হয়, তবে পাকিস্তান প্রথম দেশ হবে যাদের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান একটি স্কোয়ার্ডন থাকবে। এর মাধ্যমে পাকিস্তান চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজির স্থাপন করবে।
এ বিষয়ে পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যে চীনের তৈরি জে-৩৫এ যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। চলতি বছর জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর জানিয়েছিলেন, জে-৩৫এ যুদ্ধবিমান কেনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে আলোচনা চলছে, এবং চীন দুই বছরের মধ্যে পাকিস্তানকে ৪০টি স্টিলথ ফাইটার জেট সরবরাহ করতে প্রস্তুত। চীনের সামরিক প্রযুক্তির অত্যাধুনিক সিস্টেম ও উৎপাদন সক্ষমতা পাকিস্তানকে সামরিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে।
বিশেষজ্ঞরা মনে করেন, যদি চীনের যুদ্ধবিমান পাকিস্তানে আসে, তাহলে পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর চেয়ে শক্তিশালী হয়ে উঠবে।
সূত্রঃ এনডিটিভি
এম.কে
২৪ ডিসেম্বর ২০২৪