7.2 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ আটক

ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

আজ সোমবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়। তবে, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রসঙ্গত, ২০১৫ সালে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সরকার পতনের পর থেকেই দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। এরই মধ্যে বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন।

এম.কে
১২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ডিসি নিয়োগ কেলেঙ্কারি, ‘আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’

নিউজ ডেস্ক

কাকরাইলের আশপাশে কাল সভা-সমাবেশ নিষিদ্ধ

নাগরিকত্বের আশায় জান্তা সরকারের প্রস্তাবে রাজি রোহিঙ্গারা