TV3 BANGLA
বাংলাদেশ

জনমত জরিপে তারেক রহমান শীর্ষেঃ প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আস্থার জায়গায়

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সম্ভাব্য সরকারপ্রধান হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই এগিয়ে রাখতে চান বেশি মানুষ। প্রথম আলোর উদ্যোগে পরিচালিত এক জাতীয় জরিপে এমন মতামত পাওয়া গেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড, যার শিরোনাম ছিল—‘গুরুত্বপূর্ণ সামাজিক–রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের বর্তমান ও আলোচিত বিভিন্ন রাজনৈতিক নেতার মধ্যে কাকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে দেখছেন। উত্তরে সবচেয়ে বড় অংশ, অর্থাৎ সাড়ে ৪৭ শতাংশ মানুষ তারেক রহমানের নাম উল্লেখ করেন।

 

জরিপে আরও দেখা যায়, প্রায় এক–চতুর্থাংশ উত্তরদাতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ফলাফল চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের গতিশীলতা এবং মাঠপর্যায়ের সমর্থনধারার এক প্রতিফলন।

গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস জানায়, রাজনৈতিক নেতৃত্বের গ্রহণযোগ্যতা, ভোটারদের প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য চিত্র আঁকতেই এই জরিপ পরিচালনা করা হয়েছে। তবে চূড়ান্ত নির্বাচনী সমীকরণ ও রাজনৈতিক জোট–পরিস্থিতি শেষ পর্যন্ত এই জনমতের ওপর কতটা প্রভাব ফেলবে, সেটি সময়ই বলে দেবে।

সূত্রঃ প্রথম আলো

এম.কে

আরো পড়ুন

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

৫ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন সোলায়মান চৌধুরী

নিউজ ডেস্ক