4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জরুরি ভিত্তিতে গ্যাটউইক বিমানবন্দরের দক্ষিণ টার্মিনাল খালি করা হলো

লাগেজে  ‘সন্দেহজনক নিষিদ্ধ বস্তু’ পাওয়ার পর গ্যাটউইক বিমানবন্দরের দক্ষিণ টার্মিনালের একটি বড় অংশ  খালি করে দেয়া হয়েছে। সেইসঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাসেক্স পুলিশ বলেছে যে বোমা নিষ্ক্রিয়কারী দলকে সতর্কতামূলক পদক্ষেপ  হিসাবে  পাঠানো হয়েছে এবং একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

বিমানবন্দরের যাত্রী, কর্মী এবং অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সুরক্ষা বলয় তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ টার্মিনালের চারপাশের কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকে সম্ভাব্য এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। এটি যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।

নিষিদ্ধ বস্তু’ মেলার  পরে টার্মিনালটি খালি করা হয়। এক্স-এর একটি পোস্টে, বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে : “আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।’ যাত্রীদের এয়ারলাইন্সের সাথে সমন্বয় রেখে তাদের ফ্লাইটের অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিমানবন্দরের উত্তর টার্মিনাল এখনও স্বাভাবিকভাবে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দরের বাইরে তোলা ফুটেজে দেখা গেছে যাত্রীদের ভিড়কে টার্মিনাল বিল্ডিং থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। একজন যাত্রী বলেছেন -‘ রুটিন কাজে লন্ডন গ্যাটউইকে পৌঁছেছি। কাস্টমসের মাধ্যমে জানতে পেরেছি যে তারা পুরো বিমানবন্দরটি খালি করছে। নিরাপত্তার জন্য লোকজনকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেন বন্ধ রাখা হয়েছে। সারা রাস্তায় এবং গাড়ি পার্কিংয়ে এক হাজার লোক অপেক্ষা করছে।’

আরেকজন যাত্রী বলেন, গেটের কাছাকাছি যাত্রীদের থাকতে বলা হয়েছে। গ্যাটউইক এক্সপ্রেস বলেছে যে তারা ট্রেনগুলি গ্যাটউইক বিমানবন্দরে নিয়ে যাচ্ছে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্যাটউইক বিমানবন্দর পর্যন্ত পরিষেবা দেওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত প্রিন্স উইলিয়াম ও হ্যারি

যুক্তরাজ্যে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট

১৫ লাখ বাড়ি বানাবে ব্রিটেন সরকার, শ্রমিক পেতে ভিসানীতি শিথিলের প্রস্তাব