4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

জাপান উপকূলে জাহাজডুবি: ৬ চীনা নাগরিকসহ ৮ জনের মৃত্যু

জাপানের দানজো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে এক জাহাজডুবিতে ৬ চীনা নাগরিকসহ আটজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে ওই জাহাজডুবির ঘটনা ঘটে। ফুকুওকা নগরীতে চীনের কনসাল জেনারেল লু গুইজুন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে এ কথা নিশ্চিত করেন।

জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। জাপানের কোস্টগার্ড এবং সামরিক বাহিনীর একাধিক জাহাজ ও বিমান, দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড এবং ব্যক্তিগত জাহাজ এ উদ্ধার তৎপরতা কাজে অংশ নেয়।

শীতকালীন ঝড়ে জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার প্রবল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি হিমায়িত পরিস্থিতি বিরাজ করছিলো। বিরূপ আবহাওয়ার কারণে কয়েকশ ফ্লাইটও বাতিল হয় ওই অঞ্চলে। সূত্র: দ্য বিজনেস পোস্ট

আরো পড়ুন

মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ইয়ন ফসে

হিজাব নিষিদ্ধ ফ্রান্সে, ছারপোকার প্রাদুর্ভাবে মাথা ঢাকার পরামর্শ