14.6 C
London
October 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

জামায়াতের তথাকথিত ‘PR আন্দোলন’ ছিল রাজনৈতিক প্রতারণাঃ নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামীর প্রস্তাবিত তথাকথিত ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) মুভমেন্ট’ ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এমন অভিযোগ তুলেছেন ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) নেতা নাহিদ ইসলাম। নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াত ইচ্ছাকৃতভাবে জাতীয় সংস্কার প্রক্রিয়াকে বিপথে নিতে এবং জনগণের গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আলোচনাকে বিকৃত করতে এই আন্দোলনের নাটক সাজায়।

 

নাহিদ ইসলাম লিখেছেন, “ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল দাবি ছিল সংবিধানিক সুরক্ষার বিষয়। আমরা সেই লক্ষ্যকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টারের আইনি কাঠামো গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে সেটিকে একটি কারিগরি বিষয় বানিয়ে ফেলে।”

তিনি অভিযোগ করেন, জামায়াত এ ইস্যুটিকে সংস্কারের প্রশ্ন থেকে সরিয়ে নিজেদের ক্ষুদ্র দলীয় স্বার্থে ব্যবহার করেছে। “তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না—ছিল রাজনৈতিক প্রভাব বিস্তার ও কৌশলী প্রতারণা,” বলেন নাহিদ ইসলাম।

এনসিপি নেতা আরও বলেন, জামায়াতে ইসলামি কখনোই সংস্কার সংলাপে অংশ নেয়নি—না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। “তারা কোনো সংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, কোনো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ধারণা দেয়নি। তাদের হঠাৎ সংস্কারপন্থী হয়ে ওঠা ছিল নিছক রাজনৈতিক অনুপ্রবেশ—সংস্কারের মুখোশে এক নাশকতা,” উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ এখন এই প্রতারণা বুঝে ফেলেছে। “জনগণ জেগে উঠেছে সত্যের আলোকে। তারা আর কখনো ভুয়া সংস্কারবাদী বা কূটচালবাজ শক্তির দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান আল্লাহ ও সার্বভৌম জনগণ আর কখনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের উপর শাসন করতে দেবে না।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ঘোষণা

‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট

হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব