4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

জার্মানিতে বাতিল হওয়া এক তৃতীয়াংশ অ্যাসাইলাম আবেদন আদালতে সফল

জার্মানিতে প্রাথমিকভাবে বাতিল হওয়া বহু অ্যাসাইলাম আবেদন পুনরায় আবেদনের ফলে সফল হচ্ছে। ইনফো মাইগ্রেন্টের প্রতিবেদন অনুসারে, প্রতি তিনটি বাতিল হওয়া আশ্রয়আবেদনের একটি পুনর্বিবেচনার জন্য প্রশাসনিক আদালতে গেলে তা মঞ্জুর হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, প্রশাসনিক আদালতে আবেদন সফল হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে আফগান নাগরিকদের সংখ্যাই বেশি৷ এদিকে পরিসংখ্যান বলছে এমন প্রক্রিয়ার কারণে চলতি বছর সরকারের কোষাগার থেকে বছরে আড়াই কোটি ইউরো পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে।

 

তথ্য অনুযায়ী, সরকারের অভিবাসন এবং শরণার্থী দপ্তরকে তাদের কাছে আসা প্রতিটি আবেদনের যাচাই-বাছাই বাবদ ৯২৫ ইউরো খরচ হয়৷ তবে গত পাঁচ বছরের আশ্রয়আবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে, প্রতি বছর সরকারের এক কোটি ৭০ লাখ ইউরো খরচ হয়েছিল৷

 

এদিকে করোনার বিধিনিষেধ কমে আসা পর থেকে আশ্রয় আবেদনের সংখ্যা বাড়ছে৷ এর ফলে অভিবাসন এবং শরণার্থী দপ্তরের খরচও বাড়ছে৷

 

চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত এই খাতে সরকারের প্রায় ৬০ লাখ ইউরো খরচ হয়েছে৷ এইভাবে চলতে থাকলে এই বছরে সরকারকে আরো এক কোটি ৯০ লাখ ইউরো গুণতে হবে৷

 

১৮ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

লরি ড্রাইভারদের জন্য অস্থায়ী ভিসা চালু করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সন্তানের আমেরিকা জয়

পার্টির কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক