TV3 BANGLA
বাংলাদেশ

জাল তথ্য দিলে মার্কিন ভিসা পাবেন না, জানানো হবে সংশ্লিষ্ট সংস্থাকেঃ মার্কিন দূতাবাস

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কোনো আবেদনকারী যদি জাল নথি দেয় বা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তা বিষয়ক কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়, সেটি দূতাবাসের কনস্যুলার অফিসার দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করে।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে ভিসা সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদনে আমাদের কনস্যুলার অফিসাররা কোনো জাল নথি খুঁজে পেলে, অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তা বিষয়ক কোনো সন্দেহজনক তথ্য পেলে, সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে আমরা তা জানাই। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী বা অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে আমরা একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি।

সূত্রঃ ইউ,এস এম্বেসী

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন সামিটের আজিজ খান

বাংলাদেশ-পাকিস্তানের যে উদ্যোগে ঘুম হারাম মোদীর!