6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

জিয়াউল বাংলাদেশের কসাইঃ চিফ প্রসিকিউটর

মেজর জেনারেল জিয়াউল আহসান যার বিরুদ্ধে অজস্র গুম, খুনের অভিযোগ আছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আমরা বাংলাদেশের কসাই হিসেবে চিহ্নিত করেছি। তিনি যখন র‌্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা কিংবদন্তী তুল্য।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসান জ্যান্ত মানুষের ঠোঁট এনেস্থেসিয়া দেওয়া ছাড়া সেলাই করতো। মানুষকে মানুষকে ইটের বস্তা বেঁধে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দিতো। এসব কাজ উনি করেছেন। তিনি আবেদন করেছেন এই ট্রাইবুনালে নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই ।এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা তিনি বলেছেন যেসব অপরাধ হয়েছে সেগুলো নাকি মানবতাবিরোধী অপরাধ না। এই ধরনের পিটিশন উনারা দিয়েছেন। উনারা এসব বলে একটা হাইপ তৈরি করতে চান দুনিয়াব্যাপী।

তিনি বলেন, আমরা আপনাদেরকে জানাতে চাই এই ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা প্রসিকিউশন সম্পূর্ণ ভয়-ভীতিহীন ভাবে, নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং যে মানবতাবিরোধী অপরাধ এই বাংলাদেশে হয়েছে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে তার আগে বাংলাদেশে যে গুম খুন হত্যা হয়েছে তার সম্পূর্ণ বিচার সম্পূর্ন নিরপেক্ষভাবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন।

তাজুল ইসলাম আরও বলেন, আমরা বলেছি যারা সবচেয়ে বড় হোতা নিউক্লিয়ার্স তাদেরটা আগে বিচারের আওতায় আনতে হবে। বাকিদের ক্রমান্বয়ে আনতে হবে তা না হলে আপনি বিচার করতে পারবেন না। সুপ্রিম কমান্ডারদের বিচারে আমরা মনোযোগী হচ্ছি।

দেশের বিভিন্ন স্থানে মামলায় যে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে তাদের তদন্ত চলতে থাকবে। একটি নির্দিষ্ট সময়ে ট্রাইব্যুনালের কাছে যখন রেফার করা হবে তখন আমরা খতিয়ে দেখব তাদের বিরুদ্ধে মামলাগুলো মানবতাবিরোধী অপরাধ কিনা।

রাষ্ট্রের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যারা ছিল তাদের বিরুদ্ধে যদি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকে সেরকম ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই বিচার নিশ্চিত করতে যারা বাঁধা হয়ে দাঁড়াবে তাদের কাউকে ক্ষমা করা হবে না।

এম.কে
১৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বিএনপি নেতা ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা

দিনাজপুরে ‘বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস

ফুচকা-ঝালমুড়ি খেয়ে বাংলাদেশের প্রশংসায় ডোনাল্ড লু