6.3 C
London
January 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদিঃ মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছেন দলটি। ইনকিলাব মঞ্চের দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরাসরি তুলে ধরা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে৷’

এম.কে

আরো পড়ুন

‘অবৈধ কর্মী’ কা‌জে রে‌খে ব্রিটেনে আরেক বাংলা‌দেশির রে‌স্টু‌রেন্ট বন্ধ

ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

জারা সুলতানার বয়কটে অস্থিরতায় ‘ইওর পার্টি’: নেতৃত্ব প্রশ্নে করবিন–সুলতানার তীব্র মতপার্থক্য