4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

জুনিয়র চিকিৎসকের ধর্মঘট, হুমকিতে ব্রিটেনের স্বাস্থ্যসেবা

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস তার ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে। বেতন বাড়ানোর দাবিতে দেশটির জুনিয়র চিকিৎসকরা স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। এতে স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুনিয়র চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ৩৫ শতাংশ বেতনবৃদ্ধি চান। স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বেতন সংক্রান্ত ভালো প্রস্তাব দিলে তারা এই ধর্মঘটের পথে যেতেন না। বার্কলে বলেছেন, ইউনিয়নের এই দাবি অযৌক্তিক।
চলতি বছর বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মীরা যুক্তরাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। জানুয়ারিতে নার্সরা ধর্মঘট করেন। অ্যাম্বুলেন্স কর্মী, শিক্ষক, বাসচালক, ডাক কর্মীরা ফেব্রুয়ারিতে ধর্মঘট করেছেন। সবার দাবিও এক। মুদ্রাস্ফীতির কারনে বেতন বাড়াতে হবে।
জুনিয়রদের ধর্মঘটের রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ডের হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা ধর্মঘটে যাচ্ছেন। ২০ জুলাই থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন তারা। ২৫ জুলাই থেকে একই পথে হাঁটবেন রেডিওগ্রাফাররা।
এম.কে
১৩ জুলাই ২০২৩

আরো পড়ুন

লন্ডন টিউব স্ট্রাইক স্থগিত

ব্রিটেনে ড্রাইভিংয়ের সময় ফোন স্পর্শ করলেই আইনের আওতায়!

নিউজ ডেস্ক

ইউরোপে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ

নিউজ ডেস্ক