6.3 C
London
January 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

জেনে নিন যুক্তরাজ্যের মেরিট স্কলারশিপ সম্পর্কে

বাংলাদেশ থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়ে থাকেন। এক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের গন্তব্য যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের বিশবিদ্যালয়গুলো এবং সরকার বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীদেরও রয়েছে এসব বৃত্তি পাওয়ার সুযোগ।

সম্প্রতি ২০২৪ সালের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড। ২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার পাউন্ড পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকা।

আবেদনের শেষ দিন ২২ এপ্রিল, ২০২৪, বেলা ১টা (ইউকে সময়);

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪;

নির্বাচিত শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে বৃত্তির অফার গ্রহণ করতে হবে।

আবেদনকারীর যোগ্যতা:

মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রিধারী এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন;

আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে;

তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়;

আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।

এম.কে
০৭ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

রয়্যাল পার্কে অবৈধ অভিবাসীরা সব রাজহাঁস খেয়ে ফেলছে—নাইজাল ফারাজ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের গণঅনশনঃ ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ছোটখাটো মামলার বিচারে আনা হচ্ছে বড়সড় পরিবর্তন

অনলাইন ডেস্ক