7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

টাইমড আউট বিতর্ক ও সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের শেষ লগ্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ‘মানরক্ষা’ করেছে বাংলাদেশ। এখনও তাদের একটি ম্যাচ খেলা বাকি। কিন্তু সেই ম্যাচের আগে বাংলাদেশে ফিরে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়া যাবে না তাকে।

বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যচে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম আউট করা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের এমনভাবে আউট চাওয়া ঠিক হয়নি বলে মত দিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। যদিও সেইসব সমালোচনায় আমল দিতে নারাজ সাকিব। এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার দেশে ফিরে গেলেন সাকিব। সূত্রের খবর, আঙুলে চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

আগামী ১১ নভেম্বরে পুণেতে বাংলাদেশ নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে। বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সময় বল এসে লাগে সাকিবের আঙুলে। চোট পান তিনি। সেই ব্যথা নিয়েই ব্যাট করেন। পরে ব্যথা কমার ওষুধ খেয়েছেন ঠিকই, কিন্তু কমছে না ব্যাথা। পরে এক্স রে করানো হয় সাকিবের। দেখা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে তার।

এম.কে
০৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

জেনারেল আজিজের ২ ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল

খেলা দেখতে ভারতে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগর উপকূলে মিয়ানমার জান্তার ১০ ঘাঁটি দখলের দাবি আরাকান আর্মির