17.8 C
London
May 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পার্কিং পারমিট থেকে প্রায় ১৪ মিলিয়ন পাউন্ড আয়

যুক্তরাজ্যে শুধু বাসিন্দাদের জন্য নির্ধারিত পার্কিং পারমিটের মাধ্যমে গত পাঁচ বছরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রায় £১৩.৮ মিলিয়ন পাউন্ড রাজস্ব আদায় করেছে। এই তথ্য প্রকাশ পায় একটি ফ্রিডম অফ ইনফরমেশন (FOI) অনুরোধের মাধ্যমে, যা কিঞ্চ নামের একটি সংস্থা যুক্তরাজ্যের ২১৮টি আপার টিয়ার স্থানীয় কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে। এর মধ্যে ১২৮টি কাউন্সিল তথ্য প্রদান করে।

উল্লেখযোগ্যভাবে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পার্কিং পারমিট থেকে সর্বোচ্চ আয়কারী দশটি কাউন্সিলের মধ্যে দশম স্থানে রয়েছে।

২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে রেসিডেন্ট পার্কিং পারমিট থেকে মোট আয় £১৩,৭৭০,১০৮ (মাত্র )।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট অনুযায়ী, পারমিট চার্জ নির্ধারিত হয় গাড়ির নির্গত কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ (ইমিশন ব্যান্ড) কিংবা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাটারির আকার অনুযায়ী। কিছু ক্ষেত্রে অতিরিক্ত সারচার্জ আরোপ করা হয়, আবার নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ছাড় বা দৈনিক পারমিটও প্রযোজ্য হতে পারে।

স্থানীয় বাসিন্দারা এই উচ্চ পার্কিং খরচ নিয়ে বহুদিন ধরেই অসন্তুষ্টি প্রকাশ করে আসছেন। কেউ কেউ বলছেন, এটি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের উপর অপ্রতিরোধ্য চাপ সৃষ্টি করছে।

এই প্রতিবেদনের প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছে মন্তব্য চাওয়া হলেও, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যেখানে অনেক স্থানীয় কর্তৃপক্ষ তাদের রাজস্ব বৃদ্ধির পথ ভিন্নভাবে খুঁজছে, সেখানে বাসিন্দাদের উপর এভাবে অতিরিক্ত খরচ চাপিয়ে দেওয়া টাওয়ার হ্যামলেটের জন্য নৈতিকভাবে কতটা সঠিক, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

সূত্রঃ মিরর

এম.কে
১৬ মে ২০২৫

আরো পড়ুন

টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ১৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

যুক্তরাজ্যের মন্ত্রীকে শাস্তি দিলো আদালত

বোরকা পরিহিত নারী ছদ্মবেশে পুরুষ ডাকাতদল গ্রেফতার