20.1 C
London
July 20, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টাওয়ার হ্যামলেটসে মাতৃভাষা শিক্ষায় বাংলা টিউটর নিয়োগ, প্রতি ঘণ্টায় বেতন £৩৬.৭৮ পর্যন্ত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধীনে বাংলা ভাষা শেখানোর জন্য খণ্ডকালীন শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাতৃভাষা ও সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযোগ তৈরিতে এই উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রার্থীরা প্রতি ঘণ্টায় £৩০.৪১ থেকে £৩৬.৭৮ পর্যন্ত বেতন পাবেন, যা অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত হবে। সপ্তাহের দিন এবং সপ্তাহান্তে ফ্লেক্সিবল সময়ের সুযোগ থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপকৃত হবেন।

এই খণ্ডকালীন কাজের মেয়াদ বছরে সর্বোচ্চ ৩৬ সপ্তাহ পর্যন্ত হতে পারে। আবেদনকারীদের ভাষা জ্ঞান, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও শিশুদের সঙ্গে কাজের আগ্রহকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

বাংলা ভাষার পাশাপাশি সোমালি, আরবি ও ম্যান্ডারিন ভাষাতেও শিক্ষক নেওয়া হচ্ছে। মোট ৩৫ জন টিউটর নিয়োগ দেবে কর্তৃপক্ষ।

আবেদনের শেষ সময় ২১ জুলাই ২০২৫। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এটি শুধুমাত্র চাকুরি নয়, বরং কমিউনিটির জন্য গর্বের একটি সুযোগ। আবেদন করার জন্য নীচে লিংক যুক্ত করা হল।

https://lbth.alvius.net/2/roles/2890?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR5UqWnVZEkILLvyNi6QaDGUP4jyc43Htg2ZQUjthhXACBCSRcg3qTi2rZoSqg_aem_u0Jx_u-Wb36rv7qY39h7mg

সূত্রঃ টাওয়ার হ্যামলেট কাউন্সিল

এম.কে
১৯ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে উপনির্বাচন ও মেয়র পদে লেবারকে হারিয়ে জিতল ডানপন্থী রিফর্ম ইউকে

আওয়ামী ওলিগার্ক তৈরি মিশনের মূল খেলোয়াড় ছিলেন টিউলিপ

নিউজ ডেস্ক

হোম অফিসের বিরুদ্ধে মামলা লড়তে চান আশ্রয়প্রার্থী

নিউজ ডেস্ক