5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

টাকা দিতে পারছে না সাকিবের কোম্পানি, আইএফআইসি ব্যাংকের লিগ্যাল নোটিশ

সাকিব আল হাসানের মালিকানাধীন ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’র কাছে ঋণের টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকটির বনানী শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে ব্যাংকটি জানিয়েছে, ‘এই নোটিশ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ব্যাংকটির মোট পাওনার ৪ দশমিক ১৪ কোটি টাকা শোধ করতে হবে। এ সময়ের মধ্যে পরিশোধ না হলে সাকিবের কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যাংকটি আরো জানায়, ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’র চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। ২০১৭ সালে কোম্পানিটি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে ১ দশমিক ৫০ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে।

পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করেছে।

ক্রিকেটার সাকিব ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের পাশে একটি কাঁকড়া খামার গড়ে তোলেন। নাম দেন ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’। তবে ২০২১ সাল থেকে কোম্পানিটি বন্ধ আছে।

এম.কে
৩১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

‘গণহত্যা’-র বিচার করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশঃ টাইমস অব ইন্ডিয়া

ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য ‘মানুষের হৃদয়ের কথাঃআহমাদুল্লাহ