TV3 BANGLA
Uncategorizedযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন, চালকদের মাঝে ক্ষোভ

নতুন আইনি পরিবর্তন ক্লিন এয়ার জোন থেকে স্পিড লিমিটার পর্যন্ত অনেক নতুন পরিবর্তন আনতে যাচ্ছে এই মাসে, যা চালকদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। যুক্তরাজ্যের শত শত গাড়িচালক এই উন্নয়নে ক্ষোভের সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন।
যুক্তরাজ্যে চালকরা ইতোমধ্যেই এই বছর নতুন হাইওয়ে কোড নিয়ম এবং মোটর চালানো জরিমানাসহ অগণিত আইন পরিবর্তন দেখেছেন।

 

জুলাই মাসে রাস্তার নিরাপত্তা বাড়ানো এবং চলাচল কমানোর জন্য ডিজাইন করা অনেকগুলো নতুন নিয়ম আসবে, যদিও চালকরা এই ব্যাপক পরিবর্তনগুলোকে স্বাগত জানাতে পারে। কিন্তু ব্রেক্সিট সত্ত্বেও ইউরোপ থেকে ক্রমাগত হস্তক্ষেপ দেখে অনেকেই ক্ষুব্ধ।

 

এছাড়া, তারা আরও মনে করে যে ক্রমাগত সংযুক্ত ‘স্মার্ট’ ইভি চার্জারগুলো গোপনীয়তা ভঙ্গকারী একটি আইন যা ড্রাইভারদের উপর চাপিয়ে দেয়া হয়েছে।

 

২ জুলাই ২০২২
সূত্র: স্কাই নিউজ

আরো পড়ুন

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল ভারত

নিউজ ডেস্ক

What is the job support scheme? ll Accountancy with Mahbub and Co

কনজারভেটিভ কিংবা লেবার যেই জিতুক, যুক্তরাজ্যে নির্বাচনের পরে বাড়বে কর