20.8 C
London
April 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ট্রাম্প বাংলাদেশের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলেন

ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছে। নতুন শুল্কগুলি ট্রাম্পের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, যদিও তারা এখনো আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করেনি যা প্রয়োগের জন্য প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি অন্যান্য দেশের মার্কিন পণ্যগুলোর ওপর আরোপিত শুল্কের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাল্টা শুল্ক আরোপ করবেন, এটি একটি বাণিজ্য যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

৩ এপ্রিল বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে, মার্কিন প্রেসিডেন্ট একটি পোস্টার প্রদর্শন করেন, যেখানে পাল্টা শুল্কের তালিকা ছিল। যার মধ্যে বাংলাদেশে ৩৭%, ভারত ২৬%, চীন ৩৪% এবং ইউরোপীয় ইউনিয়ন ২০% শুল্ক আরোপ করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্কের জবাব হিসেবে এই শুল্ক আরোপ করা হল।

ট্রাম্প আরও বলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সব ধরনের আমদানির জন্য ১০% মূল শুল্ক আরোপ করবেন এবং কিছু প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চ শুল্ক আরোপ করবেন।

এই ব্যাপক শুল্কগুলি বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা অর্থনীতির চারপাশে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে বিশ্লেষকেরা মনে করেন। অন্যান্য বাণিজ্যিক অংশীদাররা এই শুল্ক হারের উপর পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে, যা সাইকেল থেকে মদ পর্যন্ত সব ধরনের পণ্যের দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, “এটি আমাদের স্বাধীনতার ঘোষণা।”

ট্রাম্পের প্রদর্শিত পোস্টার অনুযায়ী, অন্যান্য এশিয়ান দেশগুলোর মধ্যে পাকিস্তানে ২৯% পাল্টা শুল্ক, মিয়ানমারে ৪৪%, ভিয়েতনামে ৪৬%, তাইওয়ানে ৩২%, কম্বোডিয়ায় ৪৯% শুল্ক আরোপ করা হবে।

যদিও অন্যান্য বিশদ তথ্য প্রাথমিকভাবে এখনও স্পষ্ট নয়। তবে বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা আর্থিক বাজার ও ব্যবসাগুলিকে প্রভাবিত করেছে। যারা ১৯৪৭ সাল থেকে চালু থাকা বাণিজ্যিক চুক্তির উপর নির্ভরশীল ছিল তারা নতুন এই শুল্কহারে হতচকিত হয়ে গিয়েছে।

আমেরিকান প্রশাসন জানিয়েছে নতুন শুল্কগুলি ট্রাম্পের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রশাসন একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করেছে গত সপ্তাহে। যেখানে বলা আছে ট্রাম্পের ঘোষণা করা একটি পৃথক শুল্ক সেট এপ্রিলের ৩ তারিখ থেকে কার্যকর হবে।

ট্রাম্প ইতিমধ্যে চীনের উপর ২০% শুল্ক এবং স্টীল ও অ্যালুমিনিয়ামের উপর ২৫% শুল্ক আরোপ করেছেন এবং এগুলি প্রায় ১৫০ বিলিয়ন ডলারের নিম্ন পর্যায়ের পণ্যের ওপর বাড়ানো হয়েছে।

তার উপদেষ্টা বলেন, শুল্কগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উৎপাদন ক্ষমতা ফিরিয়ে আনবে।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে শুল্ক বিশ্ব অর্থনীতি ধীর করে দিতে পারে, মন্দার ঝুঁকি বাড়াতে পারে এবং গড় মার্কিন পরিবারের জীবনের ব্যয় হাজার হাজার ডলার বাড়াতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলি অভিযোগ করেছে ট্রাম্পের শুল্কের এই হুমকি তাদের ভবিষ্যৎ বানিজ্য পরিকল্পনা তৈরি করা কঠিন করে তুলেছে।

শুল্কের উদ্বেগ ইতিমধ্যেই সারা বিশ্বে উৎপাদন কার্যক্রম ধীর করেছে, পাশাপাশি খুচরা বিক্রেতারা দ্রুত কেনাকাটা করতে শুরু করেছেন, কারণ তারা মূল্য বৃদ্ধি হওয়ার আগেই পণ্য কিনতে চাচ্ছেন।

পুরো বিশ্বের আর্থিক বাজারগুলি অস্থির আচরণ করছে আমেরিকার এই নতুন পরিকল্পনার কারণে। উল্লেখ্য যে, ফেব্রুয়ারি মাস থেকে মার্কিন স্টক প্রায় ৫ ট্রিলিয়ন ডলার মূল্য হারিয়েছে ট্র‍্যাম্পের এই নতুন পরিকল্পনার কারণে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৩ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা, ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্কফোর্স

অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

বঙ্গভবনে সাবেক প্রেসিডেন্ট হামিদের নারী ও ‘রঙমহল’ মিলিয়ে জৌলুস জীবনের ইতিহাস!