TV3 BANGLA
Uncategorized

ট্রাম্পের চুক্তি বহাল রাখতে বাইডেনের প্রতি তালেবানের আহ্বান

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার বিষয়ক যে শান্তি চুক্তি হয়েছে তা বহাল রাখার জন্য সদ্যসমাপ্ত নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

মঙ্গলবার (১০ নভেম্বর) এই গেরিলা গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, শান্তি চুক্তি মেনে চলা অত্যন্ত যৌক্তিক এবং আফগান সহিংসতার অবসানে এটি খুবই কার্যকরী পদক্ষেপ। খবর রয়টার্সের।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায় আমেরিকা। কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনার পর ২৯ ফেব্রুয়ারি চুক্তিটি সই হয়।

আফগানিস্তানে মার্কিন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের পক্ষ থেকে অত্যন্ত বড় নির্বাচনী প্রচারণা। গত মাসে তিনি এক টুইটার পোস্টে বলেছেন, আগামী মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফেরত আনা হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ২০২১ মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সমস্ত সেনা ফেরত আনা হবে। তার এ বক্তব্য নাকচ করে ট্রাম্প আরো আগেই সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি কথা জানান।

১০ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

নতুন ঘোষনায় যে অর্থনৈতিক সুবিধা আপনি পাবেন | Accountancy with Mahbub & Co

Health Advice – Dr. Zaker Ullah

No Human is Illegal l মানুষ কখনো অবৈধ নয়!