8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক ঘোষণার মুখে যুক্তরাজ্য সরকারের ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশেই ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করবেন বলে ঘোষণা করেছেন। তবে এটি যুক্তরাজ্যের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে, তা স্পষ্ট নয়, বিশেষ করে যখন ট্রাম্প তার নীতিতে ভ্যাটকে শুল্ক হিসেবে গণ্য করার ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাজ্য সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক বাস্তবে কার্যকর করবেন কি না, তা দেখার জন্য যুক্তরাজ্য সরকার “অপেক্ষা ও পর্যবেক্ষণ” করবে।

ল্যাংকাস্টারের ডাচি চ্যান্সেলর এবং কিয়ার স্টারমারের সরকারের অন্যতম শীর্ষ মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন স্কাই নিউজকে বলেন, হোয়াইট হাউসের ঘোষণার প্রতি “অতিরিক্ত প্রতিক্রিয়া” না দেখানো গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সরকারের অবস্থান কী জানতে চাইলে ম্যাকফ্যাডেন বলেন, ” অনেক সময় শুল্ক ঘোষণা করা হয়, কয়েকদিন পর তা আবার বাতিলও হয়ে যায়। এই ধরনের সব ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো, প্রথমে সেগুলো বুঝে নেওয়া, দেখা যে, সেগুলো বাস্তবায়িত হয় কি না, তারপর সিদ্ধান্ত নেওয়া।”

ব্রিটিশ চেম্বার অব কমার্স (BCC) সতর্ক করেছে, ট্রাম্পের পরিকল্পনা “প্রচলিত বাণিজ্য নিয়ম নষ্ট করবে” এবং “বিশ্বজুড়ে বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের জন্য ব্যয় ও অনিশ্চয়তা বাড়াবে”।

BCC-এর বাণিজ্য নীতি প্রধান উইলিয়াম বেইন যুক্তরাজ্য সরকারকে সতর্ক করেছেন, যেন তারা “প্রতিশোধমূলক শুল্কের দোটানায় না পড়ে”, যা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় £৩০০ বিলিয়ন, যেখানে ব্রিটেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেশি করে, রপ্তানি তুলনামূলক কম।

টোরি দলের ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইড বলেছেন, ট্রাম্পের নীতিগুলোর প্রভাব কীভাবে ব্রিটেনকে প্রভাবিত করবে, সে বিষয়ে “অন্যতম অনিশ্চিত” পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন যে, “শক্তিশালী অর্থনীতি” থাকলে এই চ্যালেঞ্জগুলো সামলানো সহজ হবে।

তিনি স্কাই নিউজকে বলেন, “ঝুঁকি আছে। তবে এই ঝুঁকিগুলো মোকাবিলা করার এবং কঠিন সময় পার করার উপায় হলো শক্তিশালী, ক্রমবর্ধমান অর্থনীতি—এটা কখনও উচিত নয় ব্যবসায়ীদের অতিরিক্ত কর দিতে বাধ্য করা যে, তারা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৪ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীদের পাঠানো হবে গুয়ানতানামো বে কারাগারে

পররাষ্ট্রমন্ত্রীর কারণেই কি ঘর পুড়ল প্রধানমন্ত্রীর

বছরে দুই লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইটালির