7.3 C
London
May 7, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে এক্স-এ বাংলায় পোস্ট মোদির

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলায় দেয়া পোস্টে মোদি বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

মোদি আরও লিখেছেন, ‘আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

শপথ নেননি ৩ উপদেষ্টা, তারা কারা?

দানা’র প্রভাবে জলোচ্ছ্বাসের শঙ্কা ১৪ জেলায়

নিয়োগের ৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা