4.5 C
London
December 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ডায়াবেটিস পরীক্ষায় ভুল ফলঃ ইংল্যান্ডে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৫৫ হাজার রোগী

বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, ইংল্যান্ডে ডায়াবেটিস নির্ণয়ের জন্য ব্যবহৃত ত্রুটিপূর্ণ মেশিনের কারণে কমপক্ষে ৫৫,০০০ মানুষের রক্ত পরীক্ষার ফল ভুল এসেছে। এর ফলে বহু রোগী ভোগান্তির শিকার হয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

রিপোর্টে বলা হয়, কিছু রোগীকে ভুলভাবে টাইপ–২ ডায়াবেটিস রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের অপ্রয়োজনীয় ওষুধও প্রেসক্রাইব করা হয়েছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করার মতো একটি ঘটনা।

এনএইচএস ইংল্যান্ড নিশ্চিত করেছে, বর্তমানে ১৬টি হাসপাতালে আয়ারল্যান্ডভিত্তিক কোম্পানি ট্রিনিটি বায়োটেক–এর তৈরি ওই মেশিনগুলো ব্যবহৃত হচ্ছে। পরীক্ষার ফলাফল ভুল প্রমাণিত হওয়ায় এনএইচএস ইতোমধ্যে আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

এনএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত রোগীদের পুনরায় পরীক্ষা করানো হবে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ত্রুটি ঠেকাতে মেশিনগুলো ব্যবহারের ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যে কারণে দ্বিতীয় চাকুরীতে ঝুঁকছেন ব্রিটিশ এমপিরা

যুক্তরাজ্যে ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি আঘাত হানতে চলেছে, সতর্কতা জারি

ব্রেক্সিট ভোটের ৫ বছর পর ইইউতে বসবাসরত ব্রিটিশ নাগরিকরা সুবিধা হারাচ্ছেন

অনলাইন ডেস্ক