4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

ঢাকা-লন্ডন ফ্লাইটে মারামারি!

সম্প্রতি ঢাকা থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইটটি বাংলাদেশ এয়ারলাইন্সের।

 

বৃহস্পতিবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, যাত্রীবাহী একটি বিমানের ভেতর কয়েকজন যাত্রীর সঙ্গে বিমানের অন্য যাত্রীদের হাতাহাতি হয়। ভিডিওটি বেশ কয়েকটি বাংলাদেশি গণমাধ্যম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে।

 

ভিডিওতে দেখা গেছে, একজন যাত্রী উত্তেজিত অবস্থায় চিৎকার করে তার নিজের সিটে দাঁড়িয়ে যান। এরপর তিনি ‘স্টপ স্টপ’ বলে চিৎকার করতে থাকেন। তারপর তিনি তার পেছনের সিটে থাকা নারী যাত্রীকে আক্রমণ করেন। এ সময় অন্য যাত্রীরাও হাতাহাতিতে অংশ নেন। যিনি আক্রমণ করছিলেন তাকে এ সময় অনেকে ভর্ৎসনা করেন।

 

সেখানে সিলেটি ভাষায় ঝগড়া-ঝাটির শব্দ আসে। তবে ভিডিওটির অডিওতে অস্পষ্টতা থাকায় কী বলা হয়েছে তা শোনা যায়নি।

 

কী নিয়ে এমন অনাকাঙিক্ষত ঘটনার সূত্রপাত সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ভিডিওটি নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ঝড় বইছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে।

 

২৬ মে ২০২২
সূত্র: সময় সংবাদ

আরো পড়ুন

সদস্যপদ না দিলেও ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে ইইউ

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক

সৌদিতে বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক