17.3 C
London
May 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকায় গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআরের নির্দেশ

রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু স্থানে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন আগামীকাল রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, “সর্বসাধারণের চলাচল, জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। এর মধ্যে রয়েছে— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর এবং এর তৎসংলগ্ন স্থানসমূহ।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা যেন বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কতদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তা নির্দিষ্ট করে বলা না হলেও, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

এই নির্দেশনার ফলে উল্লেখিত এলাকাগুলোতে যেকোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক জমায়েত থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এম.কে
১৭ মে ২০২৫

আরো পড়ুন

সাবেক সেনাপ্রধানের বড় ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক

কবে থেকে রাজনৈতিক সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস