5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলছে সন্ত্রাসী সংগঠন তালেবানের। যদিও তালেবানের নিয়ন্ত্রণ থেকে দেশটিকে মুক্ত করতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর হয়ে কাজ করেছে যুক্তরাজ্যের বাহিনী; কিন্তু সেই তালেবান আবার ক্ষমতায় গেলে তাদের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে ডেইলি টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন। গতকাল মঙ্গলবার এ সাক্ষাৎকার প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ। তিনি বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে।

 

তবে এর বিপরীতে সতর্কবার্তাও দিয়েছেন বেন। তিনি বলেন, যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।

 

আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান সরকার। কিন্তু নাইন–ইলেভেনের পর আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর থেকে দেশটিতে মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা অবস্থান নেন। এ বাহিনীগুলোর সঙ্গে ২০ বছর ধরে তালেবানের সংঘাত অব্যাহত রয়েছে। এ ছাড়া তালেবান চাইছে পশ্চিমা–সমর্থিত আফগান সরকারকে উৎখাত করতে। সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছাড়তে শুরু করলে এ সংঘর্ষ আরও বেড়ে যায়। এর কারণে আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।

 

কিন্তু এরপরও তালেবানের সঙ্গে কাজ করতে চাইছে যুক্তরাজ্য। তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন এও স্বীকার করেছেন, তালেবানের সঙ্গে তাঁদের কাজ করাটা হবে সাংঘর্ষিক। তিনি বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।

 

বেন ওয়ালেস আরও বলেন, ‘কিন্তু আপনি এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এ কাজ করতে পারেন না। আপনাকে শান্তির সহযোগী হতে হবে, নয়তো একঘরে হয়ে যাওয়া ঝুঁকিতে পড়বেন। আর এই একঘরে পরিস্থিতি তাদের আগের অবস্থানে নিয়ে যাবে।’

 

১৫ জুলাই ২০২১ 
নিউজ ডেস্ক

আরো পড়ুন

আমার মেয়েই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেঃ ঋষি সুনাকের শাশুড়ি

আবারও পাপারাজ্জি, অল্পের জন্য রক্ষা পেলেন ডায়না পুত্র হ্যারি

রানির কাছে ক্ষমা চাইলো ডাউনিং স্ট্রিট

অনলাইন ডেস্ক