4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে গ্রেফতার করে পাবনায় পাঠানো হোকঃ শিল্পী আসিফ আকবর

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাকে আনা হয়েছে বড় পরিবর্তন। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কেউ কেউ করছেন ট্রল। এবার এই পোশাক নিয়ে মতামত দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

আসিফ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় লেখেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।

এছাড়া তিনি বলেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

উল্লেখ্য, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর তিন বাহিনীর সংস্কারে মতামত দেন বিশিষ্ট জনেরা। এরই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হয় পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাকে।

এম.কে
২২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ইউনেস্কোর স্বীকৃতি লাভ করল ঢাকার রিকশা ও রিকশাচিত্র

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের ডাকে সিলেটে গণজমায়েত

অনলাইন ডেস্ক

সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ