যুক্তরাজ্যে প্রতিনিয়তই বাড়ছে শীতের তীব্রতা, সঙ্গে বাড়ছে কুয়াশা। আবহাওয়া বার্তার পূর্বাভাস বলছে, সোমবার (৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রচুর ঠাণ্ডা থাকবে আবহাওয়া। কুয়াশার চাদরে মোড়া থাকবে সারা দেশ। মধ্যাহ্নের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ ৪ সেন্টিগ্রেড উঠতে পারে।
তীব্র কুয়াশার কারণে যুক্তরাজ্যের অনেক জায়গাতেই মাঝারি সতর্কতা দেয়া হয়েছে। যান চলাচলে অসুবিধার কারণে যানজটের আশঙ্কা রয়েছে। বিশেষ করে অফিস আওয়ারে ভিড় বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
যুক্তরাজ্যের ডিভন এবং কর্নওয়ালসহ উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমের অংশ বাদে প্রায় পুরো দেশে এই সতর্কবাণী দেয়া হয়েছে।
পূর্ব ও উত্তর স্কটল্যান্ডেও এই সতর্কতা দেয়া হয়েছে। সেখানে সোমবার সন্ধ্যায় ভাড়ি বৃষ্টিপাতের ফলে বাস ও ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটবে বলেও মনে করা হচ্ছে।
স্কটল্যান্ডে বৃষ্টিপাতের পরে মঙ্গলবার (৮ ডিসেম্বর) যুক্তরাজ্যে আঘাত হানতে পারে বৃষ্টি। ওয়েলস এবং দেশের দক্ষিণ-পশ্চিম অংশে বৃষ্টিপাতের সম্ভবনা বেশি, সাথে থাকতে পারে মৃদু ঝড়ো হাওয়া।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২০
এসএফ/এনএইচ