TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তুষারপাতের পর বার্মিংহামের আকাশে বিস্ময়কর গোলাপি রং, উচ্ছ্বসিত বাসিন্দারা

ব্রিটেনের অন্যতম প্রধান শহর বার্মিংহামে দেখা গেছে এক বিরল ও বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। চিরচেনা নীল আকাশ হঠাৎ বদলে গাঢ় গোলাপি রঙ ধারণ করে, যা শহরজুড়ে সৃষ্টি করেছে কৌতূহল ও আলোড়ন। আকাশের এই অস্বাভাবিক রঙ পরিবর্তন সাধারণ মানুষের নজর কেড়েছে মুহূর্তেই।

গত এক সপ্তাহ ধরে ব্রিটেনের উত্তরের বিভিন্ন শহরে তীব্র তুষারপাত ও বৈরী আবহাওয়া বিরাজ করছিল।

 

এর প্রভাব পড়ে বার্মিংহামেও। বৃহস্পতিবার পর্যন্ত শহরটির আবহাওয়া ছিল চরম প্রতিকূল, আর বৃহস্পতিবার রাতজুড়ে সেখানে প্রবল তুষারপাত হয়।

শুক্রবার গভীর রাতে তুষারপাত কমে এলে হঠাৎ করেই দৃশ্যপটে আসে ব্যতিক্রমী পরিবর্তন। রাতের আকাশ নীল রঙ ছেড়ে গাঢ় গোলাপি আভা ধারণ করে, যা পুরো শহরজুড়ে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এমন দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানান অনেক বাসিন্দা।

আকাশের এই রঙ বদলের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেই গোলাপি আকাশ উপভোগ করেন। অনেকে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

তবে হঠাৎ করে আকাশের এমন রঙ পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আবহাওয়াবিদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরো পড়ুন

আন্তর্জাতিক ছাত্রদের ওপর অতিরিক্ত চার্জঃ যুক্তরাজ্যের উচ্চশিক্ষায় অস্থিরতা বাড়ছে

যুক্তরাজ্যে ২০২৪ সাল হতে হ্রাস পেয়েছে কেয়ার ওয়ার্কার ভিসা এবং আশ্রয় মঞ্জুরের হার

ব্রিটেনে কৃষি শ্রমিকদের শোষণে জড়িত সরকার: টিবিআইজে