TV3 BANGLA
বাংলাদেশ

ত্রিপুরার আগরতলায় পালিয়ে গেলেন শেখ হাসিনা

পদত্যাগ করে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় পালিয়ে গেছেন শেখ হাসিনা। সোমবার দুপুর ২টায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েই সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে আগরতলায় পৌঁছান তিনি।

সোমবার (৫ আগস্ট) দুপুরে সিএনএন ও নিউজ১৮ এর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান টেলিভিশন ভাষণে বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

সেনাপ্রধান বলেন, আমরা কিছুক্ষণ আগে সব দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। সব শান্তিশৃঙ্খলা মতো হবে। আপনারা আর কোনো সংঘাতে যাবেন না। আপনার সব ধরনের সংঘাত থেকে বিরত থাকুন। দেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

সূত্রঃ রয়টার্স / নিউজ ১৮

এম.কে
০৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা হত্যা করেন প্রধানমন্ত্রীঃ রাকিন

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র‌্যাবের হেলিকপ্টার

জাপানের ভোজ্যতেল ঘাটতি মেটাতে বাংলাদেশে নজর সানওয়া ইউশির