TV3 BANGLA
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেছেন, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশ তার অবস্থান ধরে রেখেছে। বৈশ্বিক অর্থনৈতিক ব্যাঘাত সত্ত্বেও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য টার্নওভার টানা তিন বছর ধরে ২ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রুশ দূতাবাসে আয়োজিত বার্ষিক অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত খোজিন এসব কথা বলেন।
তিনি বলেন, রাশিয়া মূলত বাংলাদেশে যন্ত্রপাতি ও কৃষিপণ্য রফতানি করে, পাশাপাশি দেশ থেকে তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য আমদানি করে। কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী বছরের শুরুতে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরে ২০২৫ সালের বাণিজ্য পরিসংখ্যানও শক্তিশালী থাকবে।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গম, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধুমাত্র ২০২৫ সালে বাংলাদেশে রাশিয়ার গম রফতানি ২ মিলিয়ন টনে পৌঁছেছে। উপরন্তু, রাশিয়ান সার এবং সরিষার বীজের সরবরাহ বছরে দ্বিগুণ হয়েছিল, যখন প্রায় ৪ লাখ টন পটাশ সার সরবরাহ করা হয়েছিল। রাশিয়ান ভেটেরিনারি ভ্যাকসিনের রফতানি ২৫ শতাংশ বেড়েছে।
রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দুই দেশের ফ্ল্যাগশিপ যৌথ প্রকল্প হিসেবে বর্ণনা করেন। চালু হওয়ার পরে, প্ল্যান্টটি বাংলাদেশের জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে শক্তি নিরাপত্তা বৃদ্ধি করবে এবং শিল্প প্রবৃদ্ধিকে সমর্থন করবে।
দূতাবাস জানায়, পারমাণবিক শক্তি ছাড়াও রাশিয়ার গ্যাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে সক্রিয় রয়েছে, গ্যাস অনুসন্ধান ও উন্নয়নকে সমর্থন করছে। ভোলা দ্বীপে বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি স্বনির্ভরতায় অবদান রেখেছে।
রাশিয়ান সংস্থাগুলি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের দীর্ঘমেয়াদী সরবরাহে আগ্রহ দেখিয়েছে এবং পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলোতে সম্ভাব্য সহযোগিতা দিয়েছে।
শ্রম গতিশীলতা সহযোগিতার একটি ক্রমবর্ধমান ক্ষেত্র হয়ে উঠেছে, ২০২৪ সালে রাশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রায় ২ হাজার ৮০০ ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে— যা আগের বছরের চেয়ে মাত্র ১১৫ টি উল্লেখযোগ্য বৃদ্ধি।
নিরাপদ ও বৈধ নিয়োগ পদ্ধতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে নির্মাণ, কৃষি ও জাহাজ নির্মাণের মতো খাতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগে প্রস্তুত রয়েছে রাশিয়া।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূতের পাশাপাশি উপ-মিশন প্রধান, প্রথম সচিব, সাংস্কৃতিক পরিচালক ও প্রেস অ্যাটাশে উপস্থিত ছিলেন।
এম.কে

আরো পড়ুন

‘কানাডা সিটিজেন নারীর জন্য পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক

ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে, তিন দলকে প্রধান উপদেষ্টা

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কাউন্সিলের মাধ্যমে, অধ্যাদেশ জারি